শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ শহরে ক্রমাগত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।কিন্তু ডেঙ্গু নিয়ে উদাসিন শিলিগুড়ি পুরনিগম।এমনটাই অভিযোগ করলেন ২৯ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী।
বৃহস্পতিবার শহরবাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে রাস্তায় নামে ২৯নম্বর ওয়ার্ড কমিটি।কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীর নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মাইকিং এর মাধ্যেমে মানুষকে সচেতনমূলক বার্তা দেওয়ার পাশাপাশি ওয়ার্ডের ড্রেনগুলোতে স্প্রে ও ব্লিচিং পাউডার ছড়ানো হয়।
কাউন্সিলর জানান, ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের কি কি করণীয় সেই বিষয়গুলি মাইকিং এর মাধ্যমে বলা হল।এছাড়াও এদিন তিনি শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন।তিনি অভিযোগ করে বলেন, উদাসিন শিলিগুড়ি পুরনিগম।বর্তমান পুরবোর্ড কাজ করছে না। পুরনিগমের কাজে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে।