দেওয়াল কার? শিলিগুড়িতে বিরোধ তৃণমূল ও বামেদের মধ্যে

শিলিগুড়ি, ১৩ মার্চঃ পুরভোটের ডঙ্কা বাজতেই রাজনীতি সরগরম শিলিগুড়িতে।ইতিমধ্যেই দেওয়াল দখল নিয়ে তৃণমূল ও বামেদের মধ্যে বিরোধ শুরু।


২৯ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের অভিযোগ, তাদের দখল করা দেওয়াল তৃণমূল কংগ্রেস বলপূর্বকভাবে দখল করে নিচ্ছে।কিছু মানুষকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কাউন্সিলর শরদেন্দু চক্রবর্তী।


শুক্রবার এর প্রতিবাদে এলাকায় মিছিল বের করা হবে বলে জানান কাউন্সিলর।আরও বলেন, হারের ভয়ে এমন কাজ করছে তৃণমূল।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা বিজয় দে।তিনি বলেন তৃণমূল নয়,সিপিএম তাদের দেওয়াল দখল করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *