ফুলবাড়ি, ১ আগষ্টঃ ১০০ দিনের কাজে দ্রব্যসামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া বিলের দাবীতে উত্তরকন্যায় স্মারকলিপি জমা দিল নর্থবেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ফুলবাড়ির বটতলা মোড় থেকে কয়েকশো নর্থবেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বকেয়া বিলের দাবিতে মিছিল শুরু করে । যদিও ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায় এই মিছিল আটকে দেয় পুলিশ। পরে দশ জনের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি জমা দেন।
এই বিষয়ে জলপাইগুড়ি ভেন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন, ২০২০ থেকে ২০২৩ বর্ষের ১০০ দিনের কাজের জন্য যে দ্রব্যসামগ্রী সরবরাহ করা হয়েছিল। সেই বকেয়া টাকা জরুরী ভিত্তিতে দেওয়ার দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের সব জেলার ঠিকাদাররা উপস্থিত ছিলেন। আমাদের দাবি ১০০ দিনের কাজের জন্য আমরা ইট, পাথর, সিমেন্ট সহ নানা জিনিস সরবরাহ করেছিলাম। দীর্ঘ কয়েক বছর ধরে সেই বিল বাকি রয়েছ। প্রতিটি জেলায় কয়েকশা কোটি টাকা করে বকেয়া রয়েছে। সেই বিলের দাবিতেই আমাদের এই উত্তরকন্যায় ডেপুটেশন। আমাদের এই দাবি মানা না হলে আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব।