শিলিগুড়ি, ২৭ জুলাইঃ শিলিগুড়ি শহরের একাধিক সমস্যা নিয়ে ডেপুটি মেয়রকে স্বারকলিপি প্রদান করল শহরের ৯টি স্বেচ্ছাসেবী সংগঠন।এদিন ন্যাফ, শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা, ইউনিক ফাউন্ডেশন, ফাঁড়াবাড়ি ওয়েলফেয়ার সোসাইটি সহ অন্যান্য সংগঠনের তরফে স্মারকলিপি প্রদান করা হয়।
ন্যাফের তরফে অনিমেষ বসু বলেন, শিলিগুড়ি হাসমি চক সংলগ্ন এলাকায় রাস্তার ওপর বহু চর্চিত বিল্ডিং তৈরি হচ্ছে তা পার্কিং প্লাজা করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল।তবে দেখা যায় ওই বিল্ডিং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে তৈরি হচ্ছে।কিন্তু পার্কিংয়ের জায়গা ছাড়া ওই বিল্ডিং তৈরি হলে শহরে আরও যানজট বাড়বে।পাশাপাশি কিরণচন্দ্র শ্মশান ঘাটে দ্বিতীয় চুল্লির জোড়ালো দাবি তোলেন তারা।তিনি আরও বলেন, দ্বিতীয় চুল্লির অভাবে শ্মশান ঘাটে অনেকটাই সমস্যা হয়।মহিলাদের জন্য সেখানে সঠিক কোনো ব্যবস্থা নেই।শ্মশান ঘাটে মহিলাদের জন্য চেঞ্জিং রুম তৈরির দাবি সহ প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়েও পুরনিগমকে কঠোর হওয়ার আবেদন জানান তারা।