শিলিগুড়ি, ১৭ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর হামলার ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম দিব্যেন্দু দাস, বিজয় শর্মা, সুধাকর চৌধুরী ওরফে সজল এবং বিশাল নন্দী।
প্রসঙ্গত, শনিবার বিকেল নাগাদ ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রধাননগর এলাকায় একটি নার্সিংহোমে যাচ্ছিলেন।সেইসময় হিলকার্ট রোডে কয়েকজন যুবক ডেপুটি মেয়রের গাড়ি আটকে তার উপর হামলা চালায় এবং প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ।ঘটনার পর রবিবার সকালে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রঞ্জন সরকার।
এরপরই তদন্তে নেমে শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের টিউমল পাড়া থেকে প্রথমে দিব্যেন্দু দাস এবং বিজয় শর্মাকে গ্রেফতার করে পুলিশ।তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে গতকালই গ্রেফতার করা হয় সুধাকর চৌধুরী এবং বিশাল নন্দীকে।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।