শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ ভারতীয় সংস্কৃতির খোঁজে সাইকেলে করে দেশ ভ্রমণে বেড়িয়েছে মহারাষ্ট্রের বাসিন্দা প্রতীক যাদব।সোমবার শিলিগুড়িতে পৌঁছেছে সে।
২০১৯ সালের ২ আগস্ট তারা যাত্রা শুরু হয়।প্রতীক এখনও অবধি ১৩টি রাজ্য ভ্রমণ করেছে।মঙ্গলবার সে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে।
শিলিগুড়ি টাইমস এর মুখোমুখি হয়ে সে জানায়, দেশের বিভিন্ন সংস্কৃতিকে বিস্তারিতভাবে জানতে তার এই ভ্রমণযাত্রা।ভারতের সংস্কৃতি নিয়ে তার একটি বই লেখারও ইচ্ছে রয়েছে।তার জন্য দরকার সংস্কৃতিকে ভালোভাবে পরোখ করা।
এই কারণেই তার সাইকেল কলাবতীকে নিয়ে ভারত ভ্রমণে বেড়িয়ে পড়ে সে।তার এই যাত্রার নাম রেখেছে কলা প্রভাস।প্রতীক ১ দিনে প্রায় ৮০-১০০ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে।এখনও অবধি যেসব জায়গায় গিয়েছে সেখানকার মানুষের কাছ থেকে সবরকমভাবে সহযোগিতা পেয়েছে।এদিন শিলিগুড়িতে পৌঁছে এখানকার মানুষের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে আপ্লুত প্রতীক।