শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ দূর্গা পুজোর আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা।শিলিগুড়ির বিভিন্ন পুজো মন্ডপে শুরু হয়েছে শেষ মূহুর্তের প্রস্তুতি।এবারে থিম পুজো নেই বললেই চলে।করোনার জেরে একটু অন্যরকমভাবেই পুজো করছেন ক্লাবগুলি।
শিলিগুড়ির দেশবন্ধু স্পোটিং ইউনিয়ন ক্লাব প্রতিবছর শহরবাসীকে আকর্ষণীয় পূজামণ্ডপ উপহার দিয়ে আসছে।তবে এবারে করোনা মহামারীর জেরে একটু অন্যরকমভাবে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের এবারের দূর্গা পুজোর বিশেষ উদ্যোগ ‘অন্য পুজো’।পুজোর দিনগুলিতে জনসেবাকে বেছে নিয়েছেন তারা। এবারে ঢাকঢোল পিটিয়ে জাঁকজমক মণ্ডপ সজ্জা নয়, ষষ্ঠীতে শহরের ২৫ জন শিল্পীকে সংবর্ধিত করবেন তারা। শুধু তাই নয় পাঁচ মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে শিল্পীদের হাতে।
পাশাপাশি করোনা মোকাবিলায় প্রত্যেকদিন সকাল ও সন্ধ্যায় পুজো মন্ডপ স্যানিটাইজ করা হবে।দর্শনার্থীদেরও মাস্ক বিতরণ করা হবে।এছাড়াও শহরের বিশিষ্ট খেলোয়াড়দের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।