আফগানিস্তান থেকে দেশে ফিরলেন প্রাক্তণ দুই ভারতীয় জওয়ান

শিলিগুড়ি, ২৪ আগস্টঃ আফগানিস্তান ছেড়ে নিজের দেশে ফিরছেন বিভিন্ন দেশের নাগরিকেরা।দেশে ফিরে সেখানকার বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন অনেকেই।


আজ শিলিগুড়িতে ফিরলেন ভারতীয় সেনার প্রাক্তণ দুই জওয়ান সুদেশ লামা এবং নির্মলগিরি।দুজনই শিলিগুড়ি সংলগ্ন শালবাড়ির বাসিন্দা।দুজনই আফগানিস্তানে আমেরিকান ইউনির্ভাসিটিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে জানালেন আফগানিস্তানের বিভিন্ন অভিজ্ঞতার কথা।

এদিন সুদেশ লামা বলেন, ব্রিটিশ গর্ভমেন্টের সহায়তায় দেশে ফিরলাম।ব্রিটিশ সেনার সহযোগিতা ছাড়া দেশে ফেরার আশা ছিল না।নিজের বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে।


অন্যদিকে নির্মল গিরি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি খুবই খারাপ।এই পরিস্থিতিতে বাড়ি ফেরার কোনো আশাই ছিল না।ব্রিটিশ গর্ভমেন্টের সহায়তায় নিজের বাড়ি ফিরলাম।বাড়ি ফিরে ভালো লাগছে।     

 

One thought on “আফগানিস্তান থেকে দেশে ফিরলেন প্রাক্তণ দুই ভারতীয় জওয়ান

  1. Prasanta Roy says:

    A story of Afghanistan always remember them. ❤
    What’s happened in Afghanistan about sorrowful incident.
    Jai Hind

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *