দেশে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১১ হাজার ৯৩৩। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ জুড়ে ৩৯২ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৮ জন।তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪৩ জন।
করোনা আক্রান্তের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র।দিল্লী,তামিলনাড়ু,রাজস্থানেও ক্রমশ বেড়ে চলছে সংক্রমিতের সংখ্যা।
অন্যদিকে গতকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন।আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন।তারপরেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।যা উদ্বেগ বাড়াচ্ছে।এদিকে সারা দেশে ১৭০টি জেলা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। হটস্পটগুলিতে আরও কড়া নজরদারি রাখার কথা বলা হয়েছে।