দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০, ৭৫৬,  মৃত ২, ২৯৩

দিল্লি, ১২ মেঃ করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন।এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০,৭৫৬ মৃতের সংখ্যা বেড়ে ২, ২৯৩।একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছে ৩,৬০৪ জন।এর মধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৬,০০৮জন।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২২, ৪৫৪ জন।


এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৩ হাজার।মোট আক্রান্ত ২৩, ৪০১।মৃত্যু হয়েছে ৮৬৮ জনের।গুজরাতে আক্রান্ত ৮, ৫৪১।তামিলনাড়ুতে আক্রান্ত ৮, ০০২।দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৭, ২৩৩।রাজস্থানে আক্রান্ত ৩, ৯৮৮।মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩, ৭৮৫।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş