দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,১৮,৪৪৭,  মৃত ৩,৫৮৩

দিল্লি, ২২ মেঃ দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন চললেও বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষ, শ্রমিকরা বাড়ি ফিরছেন।সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।এর ফলে বাড়ছে উদ্বেগ। 


দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৮ হাজার ৪৪৭।গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬, ০৮৮।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের।মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩, ৫৮৩।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৬, ৩৩০।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪৮, ৫৩৩।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।মোট আক্রান্তের সংখ্যা ৪১, ৬৪২। তামিলনাড়ুতে আক্রান্ত ১৩, ৯৬৭।গুজরাতে আক্রান্ত ১২, ৯০৫। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১১, ৬৫৯।রাজস্থানে আক্রান্তের সংখ্যা ৬, ২২৭। মধ্যপ্রদেশে আক্রান্ত ৫, ৯৮১। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৫, ৫১৫।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin giriş