দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৬৫,৭৯৯,  মৃতের সংখ্যা ৪, ৭০৬

দিল্লি, ২৯ মেঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৬৬ জন আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪, ৭০৬। ২৪ ঘণ্টায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৯, ৯৮৭। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭১, ১০৫ জন।


মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯, ৫৪৬। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৯, ৩৭২। দিল্লিতে আক্রান্ত বেড়ে ১৬, ২৮১। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫, ৫৬২। রাজস্থানে আক্রান্তের সংখ্যা ৮, ০৬৭। মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৭, ৪৫৩। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৭, ১৭০।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş