দেশে করোনা সংক্রমিত ১২ হাজার ৩৮০, মৃত ৪১৪

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৯৪১ জন।মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৪ জন।বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৮০ জন।


মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে।সেখানে ২ হাজার ৯১৬ জন আক্রান্ত। মৃত্যুও হয়েছে ১৮৭ জনের।অন্যদিকে দিল্লিতে ১৫৭৮ জন করোনা আক্রান্ত।তামিলনাড়ুতে ১২৪২,রাজস্থানে ১০২৩,মধ্যপ্রদেশে ৯৮৭,গুজরাটে ৭৬৬,উত্তর প্রদেশে ৭৩৫ জন সংক্রমিত।   

ইতিমধ্যেই সারা দেশে ১৭০টি জেলাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার।পাশাপাশি গোটা দেশেই করোনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে।চিকিৎসকদের মতে, এর ফলে নিত্যনতুন করোনা আক্রান্তের হদিশ মিলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin girişmatadorbet giriş