দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল আড়াই হাজার, আক্রান্ত বেড়ে ৭৮,০০৩ 

দিল্লি, ১৪ মেঃ দেশজুড়ে লকডাউন। এরমধ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এরফলে উদ্বেগ বাড়ছে সরকারের।


দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮, ০০৩। মৃতের সংখ্যা ছাড়াল আড়াই হাজার। মোট মৃতের সংখ্যা ২, ৫৪৯। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৯, ২১৯। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬, ২৩৪।

এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৫, ৯২২। গুজরাতে আক্রান্ত ৯, ২৬৭।  তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯, ২২৭। দিল্লিতে আক্রান্ত ৭, ৯৯৮। রাজস্থানে আক্রান্ত ৪, ৩২৮। মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৪, ১৭৩।উত্তরপ্রদেশে আক্রান্ত ৩,৭২৯।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BETonwingrandpashabetbahsegel giriş