দেশে করোনায় মৃত বেড়ে ১৩৮৯, আক্রান্তের সংখ্যা ৪২,৮৩৬

দিল্লি, ৪ মেঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২,৮৩৬। মৃতের সংখ্যা ১৩৮৯। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯,৬৮৫। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১,৭৬২।


মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্তের সংখ্যা ১২, ৯৭৪। গুজরাতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫, ৪২৮। দিল্লিতে আক্রান্ত হয়েছে ৪, ৫৪৯। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০২৩। মধ্যপ্রদেশে আক্রান্ত বেড়ে ২,৮৪৬।

এদিকে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬১জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫৯। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯০৮ জন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২১৮ জন। মোট করোনা পরীক্ষা হয়েছে ২৫,১১৬। রাজ্যে সুস্থতার হার ১৭.৩২ শতাংশ জানালেন রাজ্যের মুখ্যসচিব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BETonwingrandpashabetbahsegel giriş