শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগে বনবিভাগের এক কর্মীকে গ্রেফতার করলো সেনাবাহিনীর গোয়ান্দা বিভাগের সুকনা ত্রিশক্তি কর্পস।ধৃতের নাম ফ্রান্সিস এক্কা।বেলগাছির বাসিন্দা।
জানা গিয়েছে, সুকনা ত্রিশক্তি কর্পস এবং দার্জিলিং জেলা পুলিশের পানীঘাটা ফাঁড়ির পুলিশ এবং এনডিআরএফ টিম যৌথভাবে অভিযান চালিয়ে পানিঘাটা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।সূত্রের খবর, ফ্রান্সিস এক্কা বেশকিছুদিন ধরে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত।বিদেশী শক্তির সঙ্গেও যোগসাজস রয়েছে তার।এই খবর পেয়েই ক্রেতা সেজে পানিঘাটায় অভিযুক্তের কাছে পৌঁছায় গোয়েন্দা বিভাগ।এরপরই গোটা ঘটনার পর্দাফাঁস হয়।অভিযুক্তকে গ্রেফতার করে পানিঘাটা ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আজ ধৃতকে মিরিক আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে গোয়েন্দা বিভাগ।