আলিপুরদুয়ার, ১৭ আগস্টঃ আরজি করের ঘটনা নিয়ে আজ ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ।যার জেরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ব্যাহত চিকিৎসা পরিষেবা।বন্ধ রয়েছে আউটডোর।এরফলে বিপাকে পড়েছেন রোগীরা।
প্রসঙ্গত, আরজি করের ঘটনার পর থেকে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে।চিকিৎসকদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছেন রোগীরা।চিকিৎসা করাতে এসে বাধ্য হয়ে ঘরে ফিরে যাচ্ছেন রোগী ও রোগীর পরিজনেরা।এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও চিকিৎসা পরিষেবা নিতে এসে ফিরে যান অনেকে।
রোগীরা বিপাকে পড়েছেন শুনে হাসপাতালে ছুটে আসেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল।চিকিৎসকদের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে রোগী দেখার ব্যাবস্থা করেন তিনি।
শীঘ্রই চিকিৎসা পরিষেবা যাতে স্বাভাবিক হয় এমনটাই দাবী জানান রোগী ও রোগীর পরিজনেরা।
রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, গোটা দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে।এর প্রভাব পড়ছে হাসপাতালে।আউটডোর বন্ধ রাখা হয়েছে।তবে আমরা কথা বলে দূরদূরান্ত থেকে আসা রোগীদের জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।