শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ দেশি ও বিদেশি মদ সহ ৫ জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।এনজেপি আইওসি গেটের সামনে একটি হোটেলে অভিযান চালিয়ে অবৈধ মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাবার হোটেলের আড়ালে মদ বিক্রি করছিল।বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ মদ উদ্ধার করা হয়।ঘটনায় গ্রেফতার করা হয় হোটেলের মালিক মিঠুন দাস সহ ৫ জনকে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।