শিলিগুড়ি, ১২ ডিসেম্বর: দেশি মদ সহ এক যুবককে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। ধৃতের নাম আরিফ হোসেন, কোচবিহারের শীতলকুচি এলাকার বাসিন্দা। শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকত সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন মৌরবাজার ব্রিজে আটক করা হয় যুবককে।
তল্লাশি চালানো হলে তার কাছ থেকে দেশি মদ উদ্ধার হয়।এরপরই গ্রেফতার করা হয় যুবককে।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
