শিলিগুড়ি, ১৯ নভেম্বরঃ দেশি পিস্তল ও তাজা কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের নাম সোনম তাসী তামাং এবং হর্ষ কুমার তামাং।সোনম সিকিমের নামচি এবং হর্ষ বিহারের কিষানগঞ্জের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ চামটা ব্রিজের কাছে দুই যুবককে আটক করে।তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ।এরপরই দুজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুজন বড় কোন ঘটনা ঘটানোর উদ্দেশ্যে ছিল।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।