শিলিগুড়ি,১৩ ডিসেম্বরঃ শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের মোড় বাজার রেলওয়ে কোয়াটার এলাকা থেকে দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ আনোয়ার।শিলিগুড়ির ঝংকার মোড় সংলগ্ন গোয়ালা বস্তির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার এনজেপি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে মোড় বাজার রেলওয়ে কোয়াটার এলাকায় ঘোরাফেরা করছে। খবর পেয়েই দ্রুত পৌঁছায় পুলিশের একটি দল। সন্দেহজনক ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যেই ওই ব্যক্তি এলাকায় এসেছিল। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
