খড়িবাড়ি, ১৮ জানুয়ারি: দেশী পিস্তল ও কার্তুজ সহ গ্রেফতার এক নাবালক।খড়িবাড়ির গুরুদয়াল জোতের ঘটনা।
জানা গিয়েছে, বিহারের কাটিহারের বাসিন্দা সুশান্ত পাসোয়ান তার আত্মীয়ের বাড়িতে এসে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করে। পরে এক নাবালক আত্মীয়ের হাতে পিস্তলটি দিয়ে চলে যায়। এই খবর পায় খড়িবাড়ি থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সুশান্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে ঘটনাস্থল থেকে নাবালককে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজত থেকেই পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ ধৃত নাবালককে দার্জিলিং জুভেনাইল আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
