শিলিগুড়ি, ৭ জুলাইঃ ভুয়ো বিচারক পরিচয় দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণা। শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের ডিটেক্টিভ ডিপার্টমেন্টের জালে ধরা পড়ল দুই ব্যক্তি। বিহারে গিয়ে সমির দুবে নামে এক ব্যক্তি ও তাঁর সঙ্গী আলম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার তাঁকে কিশনগঞ্জে আদালতে তুলে ৩ দিনের ট্রানজিট রিমাণ্ডে শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, সমীর দুবে বিহারের বিচারক ও অকশন অফিসার পরিচয় দিয়ে শিলিগুড়ির সেবক রোডের এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে। এরপর সে জানায় প্রচুর গম ধরা পড়েছে। তা নিলাম হবে। তা কিনতে চাইলে ব্যবসায়ীকে যোগাযোগ করতে বলে। এরপর ব্যবসায়ী ৯১ লক্ষ টাকা দেয় সমীরকে। তারপর থেকেই আরও কোনো যোগাযোগ না হওয়ায় ব্যবসায়ী ভক্তিনগর থানায় অভিযোগ জানায়৷ এরপর তদন্তে নামে ডিটেক্টিভ ডিপার্টমেন্ট। বুধবার সকালে কিশনগঞ্জে গিয়ে সমীর ও তার সঙ্গী আলমকে গ্রেফতার করা হয়। তাদের শিলিগুড়ি আনা হচ্ছে।