শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ একদিকে অভিনেতা ও অন্যদিকে নেতা। গত দুবারের সাংসদ দেব এবারও ঘাটাল থেকে লোকসভা ভোটে লড়ছেন। রাজ্যের জেলায় জেলায় গিয়ে তৃণমূলের হয়ে ভোট প্রচারও সারছেন।
তবে নেতা দেবকে মাঝেমধ্যেই একবারে অন্য রূপে দেখা যায়। আর পাঁচটা নেতার থেকে যে তিনি ভিন্ন তা মাঝেমধ্যেই তিনি বুঝিয়ে দেন। আর সেকারণে অভিনেতা হিসেবে তিনি যেমন অনেকের ফেভারিট তেমনই নেতা হিসেবেও।
মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট প্রচারের জন্য শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামেন দেব। বিমাবন্দর থেকে বের হওয়ার সময় তাঁকে দেখে এক বিজেপি কর্মী জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন। তা শোনার পর দেব সেই বিজেপি কর্মীর দিকে এগিয়ে যান। এরপর হাত মিলিয়ে ও পরে গলা মিলিয়ে ধন্যবাদ জানালেন বিজেপি কর্মীকে।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় দেব জানান, দেব জানে কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আগে আমরা ভারতবাসী। তারপর হিন্দু মুসলিম, তৃণমূল বিজেপি সিপিএম। বড় বড় নেতারা বিভাজন করে রেখেছেন। এই নির্বাচনে যে জিতুক দেশ যাতে উন্নতি করে তা দেখতে হবে।
পাশাপাশি ২০১৯ সালে কিছু ভুল হয়েছিল। তবে এবার অনেক ভালো ফল হবে , সিট বাড়বে বলেই আশাপ্রকাশ করেন দেব।
অন্যদিকে দেবকে দেখে স্লোগান দেওয়া বিজেপি কর্মী বলেন, আজ হনুমান জয়ন্তী। সেকারণে যেখানে যাচ্ছি এই ধ্বনি দিচ্ছি।