শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগম নির্বাচন ঘোষণা হওয়ার পরই সমস্ত দলের তরফে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি।
শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের আরএসপি দলের প্রার্থী বিশ্বজিৎ রায় দেওয়াল লিখন শুরু করেছেন।গতকাল রাত থেকেই ওয়ার্ডের পঞ্চানন কলোনি থেকে দেওয়াল লিখন শুরু করেন তিনি।
এই বিষয়ে বিশ্বজিৎ রায় বলেন, আরএসপি দলের তরফে আমার নাম প্রস্তাব করা হয়।দলের তরফে তা অনুমোদন করা হয়েছে।তাই রাত থেকেই দেওয়াল লিখন শুরু করা হয়েছে।১ নম্বর ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তিনি।