দেশে পনেরো হাজারের গণ্ডি ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ৫০৭

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল পনেরো হাজারের গণ্ডি।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭১২ জন।মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের।


যদিও ভারতে করোনা সংক্রমণে মৃতদের একটা বড় অংশ কিন্তু দেশের প্রবীণতম নাগরিক।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সংক্রমিত হয়ে মৃতদের মধ্যে ৪২.২ শতাংশের বয়স ৭৫ ঊর্ধে।

জানা গিয়েছে,গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৩৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।ইতিমধ্যেই চিকিৎসায় মোট সুস্থ হয়ে উঠেছেন ২২৩০ জন।এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৯ জন।


অন্যদিকে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৫১।এরপরেই রয়েছে দিল্লী।সেখানে আক্রান্তের সংখ্যা ১,৮৯৩।এছাড়াও তামিলনাড়ুতে ১৩৭২, মধ্যপ্রদেশে ১৪০৭, রাজস্থানে ১৩৫১ ও গুজরাটে ১৩৭৬ জন আক্রান্ত রয়েছেন।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১০।মৃত্যু হয়েছে ১২ জনের।চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন।গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। তবে রাজ্য সরকারের দেওয়া হিসেবে আক্রান্তের সংখ্যা ১৭৮। মৃত ১২। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibom