শিলিগুড়ি,১২ অক্টোবরঃ কেউ বার্থে ঘুমোচ্ছিলেন, কেউ আবার গিয়েছিলেন শৌচালয়ে। সেসময় হঠাৎ তীব্র ঝাঁকুনি হয় ট্রেনে। এরপর চারিদিকে অন্ধকার ও চিৎকার। ততক্ষণে ট্রেন উল্টে গিয়েছে তা বুঝে যান। এরপর কোনও মতে ট্রেন থেকে বেরিয়ে আসেন। চোখের সামনে দেখেন ট্রেনের একের পর এক কামরা উল্টে পড়ে রয়েছে লাইনের বাইরে। এমনই একরাশ আতঙ্ক নিয়ে শিলিগুড়িতে নামলেন বহু যাত্রীরা।
বুধবার রাতে বিহারের বক্সার জেলায় ট্রেন দুর্ঘটনার কবলে পড়া অনেক যাত্রী শিলিগুড়ির এনজেপি স্টেশনে নামেন। অনেক যাত্রীদের হাতে পায়ে চোট ছিল। এদিকে আতঙ্কে অনেকেই জানান যে এরপর ট্রেনে উঠতে ভয় করবে। বুধবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ বিহারের বক্সার জেলায় দুর্ঘটনার কবলে পড়ে দিল্লি-কামাখ্যা নর্থ-ইস্ট এক্সপ্রেস। ছ’টি বগি উল্টে যায়। এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু যাত্রী।
রাতে রঘুনাথপুর স্টেশনে ছিলেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে যাত্রীদের নিজ নিজ স্টেশনে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে এনজেপি স্টেশনে নামে ২০০ এর কাছাকাছি যাত্রী। তাদের মধ্যে শিলিগুড়ি, দার্জিলিং সহ আশপাশের যাত্রীরাও রয়েছেন। এদিন এনজেপি স্টেশনে যাত্রীদের জন্য জল, খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল। সেখানে চিকিৎসার ব্যবস্থাও করা হয়। এদিন স্টেশনে নেমে যাত্রীরা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।