প্রায় ২ মাস পর আগামী ১ জুন থেকে রাজ্যে খুলতে চলেছে সমস্ত ধর্মীয় স্থান। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও ধর্মীয় স্থানে বিধিনিষেধ জারি থাকবে।
মুখ্যমন্ত্রী জানান, সকাল ১০ টা থেকে ধর্মীয় স্থানের গেট খোলা হবে। পুজো দিতে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না। এছাড়াও ভক্তদের মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই সমস্ত নিয়মের যাতে পালন করা হয় তা দেখতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির পরিচালন সমিতির। নিয়ম অমান্য করা হলে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান মুখ্যমন্ত্রী।