নকশালবাড়ি,২৯ এপ্রিলঃ মাদক সহ গ্রেফতার হল সিভিক ভলেন্টিয়ার। মাদক পাচারের অভিযোগে সহ আরও এক যুবককে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে নকশালবাড়ি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে মাদক সহ ধরে এসএসবি। গতকাল রাতে বাইক নিয়ে মাদক নিয়ে নকশালবাড়ি থেকে পানিট্যাঙ্কি দিকে যাচ্ছিল ২ যুবক। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির বেঙ্গাইজোতে বাইকটি আটক করে এসএসবি। আটক বাইকে থাকা ২ জনের হেফাজত থেকে ২৩৪ গ্ৰাম মরফিন উদ্ধার করেছে এসএসবি। পরে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতরা হল শ্যামলাল সিংহ, নকশালবাড়ির মাল্লাবাড়ি এবং সহদেব বর্মন নকশালবাড়ির কমলা জোতের বাসিন্দা।
ধৃত শ্যামলাল নকশালবাড়ি থানার সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিলেন। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে।