শিলিগুড়ি, ১৩ জানুয়ারিঃ শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রনগর এলাকায় দুদিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।একটি ডাম্পারের ধাক্কায় প্রাণ হারায় নাবালক। আজ মৃত নাবালকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র। এছাড়াও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, শহরের মাঝখানে এই ধরনের ভারী ডাম্পার চলাচল কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এর ফলে সাধারণ মানুষের, বিশেষ করে শিশুদের জীবন বিপন্ন হচ্ছে।এই বিষয়টি নিয়ে পুরনিগমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে।বৈঠকে পুলিশকর্তারাও উপস্থিত থাকবেন।বৈঠকে ডাম্পার ও ভারী যান চলাচলের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে এবং কড়া নিয়ম চালু করা হবে। কোন সময়ে, কোন রুটে এই ধরনের যান চলাচল করতে পারবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
