রাজগঞ্জ, ৭ ডিসেম্বরঃ রাজগঞ্জের শিকারপুর চা পাতা ফ্যাক্টরিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গেছে, ফ্যাক্টরির পেছনে জ্বালানি কয়লার ছাই জমা করে রাখা ছিল। সেখান থেকেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে পাইপলাইনের একটি অংশে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এই অগ্নিকান্ডের ফলে বাগানের ব্যবহৃত পাইপলাইনের ক্ষতি হয়। ক্ষতির পরিমান ৫ লক্ষ টাকার বেশি।
আগুন দেখেই শ্রমিকরা খবর দেন জলপাইগুড়ি দমকল কেন্দ্রে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিন এবং বেলাকোয়া ফাঁড়ির পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
