রাজগঞ্জ, ২ মেঃ মাধ্যমিকে নজরকাড়া ফল রাজগঞ্জের তনুশ্রীর।রাজগঞ্জের সারিয়াম যশোধর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী মজুমদার। ৭০০ এর মধ্যে ৬৭৯ পেয়ে তাক লাগিয়েছে রাজগঞ্জের সারিয়ামের বাসিন্দা তনুশ্রী।ভবিষ্যতে তার লক্ষ্য একজন আইপিএস অফিসার হওয়ার। সাধারণ কৃষক পরিবারের মেয়ে তনুশ্রীর এই অসাধারণ সাফল্যে গোটা পরিবার ও এলাকাবাসী গর্বিত।
ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় বসে আইপিএস অফিসার হওয়ার ইচ্ছা প্রকাশ করে তনুশ্রী জানায়, আমার খুব ভালো লাগছে। যদি সেরা দশের মধ্যে থাকতাম, তাহলে আরো ভালো লাগতো।পড়াশোনার পাশাপাশি গান শুনতে ও গাইতেও আমার খুব ভালো লাগে।
তনুশ্রীর বাবা-মা জানান, মেয়ের সাফল্যে আমরা খুব খুশি। ওর স্বপ্ন পূরণে আমরা সব রকমভাবে পাশে থাকব।