শিলিগুড়ি,৩ এপ্রিলঃ রাস্তার পাশ থেকে বাইক চুরির ঘটনা। তদন্তে নেমে চুরি যাওয়া বাইক উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ।
গত মঙ্গলবার নবীন সাইবো নামে এক যুবক বাজার করতে মাটিগাড়া গিয়েছিলেন। তাড়াহুড়োর কারণে তিনি বাইকটি লক না করেই বেরিয়ে যান। বাজার করে ফিরে এসে তিনি দেখেন, তার বাইকটি সেখানে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও বাইক না পেয়ে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ নির্জন একটি জায়গা থেকে বাইকটি উদ্ধার করে ও নবীন সাইবোকে চুরি যাওয়া বাইক ফিরিয়ে দেয়।
