শিলিগুড়ি,৬ ডিসেম্বরঃ পানীয় জল পেতে গ্রামবাসীদের যেতে হয়েছে আদালতে। আদালতে মামলা গড়াতেই ডাক পড়েছে সরকারি আধিকারিকদের। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সেবদোল্লাজোত এখন চর্চায়। সেবদোল্লাজোতে গ্রামের জল সমস্যা নিয়ে হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে চলছে মামলা। নকশাল নেতা কানু সান্যালের গ্রামে বহুদিন ধরেই জল সমস্যা রয়েছে। মঙ্গলবার আদালতে গ্রামবাসীদের কথা শুনেছিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। বুধবার বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় এজলাসে ডেকে পাঠিয়েছিলেন সরকারি আধিকারিক ও পিএইচই এর ঠিকাদারকেও।
এরইমধ্যে বুধবার শিলিগুড়িতে এসেই ওই গ্রামে দ্রুত জল পৌছানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে দার্জিলিং জেলার জেলাশাসক ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবের থেকে পুরো ঘটনা শোনেন তিনি।
এরপরই মুখ্যমন্ত্রী জানান, এর আগে গ্রামটি প্রাক্তন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া দত্তক নিয়েছিলেন। কিন্তু কোনও কাজ করেননি। এখন পিএইচই সেখানে জল দেওয়ার জন্য কাজ শুরু করেছে। কাজ শেষ না হওয়া অবধি শিলিগুড়ি পুরনিগমের তরফে সেখানে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।