শিলিগুড়ি,২২ আগস্টঃ শিলিগুড়িতে জমি কারবারি বিদ্যুৎ সাহাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম সুশীল সাহা,বাপ্পা সাহা ও ছোটন সাহা।ধৃতরা বিদ্যুৎ সাহার নিকট আত্মীয় বলে জানা গিয়েছে। গত ১৫ আগস্ট রাতে সুকান্তনগরে বাড়ির পাশে বিদ্যুৎকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর বুকের কাছে গুলি লাগে।
ঘটনার পর তদন্তে নামে ভক্তিনগর থানা ও ডিটেক্টিভ ডিপার্টমেন্ট। পুলিশ সূত্রের খবর, একটি জমি নিয়ে বিদ্যুৎ সাহা এবং বাপ্পা সাহার মধ্যে ঝামেলা চলছিল। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ সাহা। তবে সুপারি দিয়ে দুই দুষ্কৃতিকে গুলি করার জন্য পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। তাঁদের খোজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।