শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ করোনার জেরে গোটা দেশে লকডাউন। এর ফলে সমস্যায় মানুষ। তবে শহরের তুলনায় গ্রামগুলির অবস্থা অত্যন্ত করুণ।
লকডাউনের ব্যাপক প্রভাব পড়েছে কালিম্পং জেলার অন্তর্গত মংপং গ্রামে। শিলিগুড়ি থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম।প্রায় ২৫০০ মানুষের বসবাস এখানে। গ্রামের মানুষরা প্রধানত দিনমজুর ও বেসরকারি সংস্থায় কাজ করে থাকেন। লকডাউনের জেরে তারা বেকার হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে আর্থিক সংকটে ভুগছেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যও এখনও পর্যন্ত পায়নি এই গ্রামের মানুষ।
অন্যদিকে, রাজ্য সরকারের তরফে আগামী ১০ জুন অবধি স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় শহরে বিভিন্ন মাধ্যমে অনলাইনে পড়ার সুযোগ পাচ্ছে ছাত্রছাত্রীরা। তবে গ্রামের ছাত্রছাত্রীদের তেমন কোনো সুযোগ সুবিধা নেই। এরফলে তাদের ভবিষ্যৎ ঠিক কোন পর্যায়ে তা বলার অপেক্ষা রাখে না।
মংপং এর বাসিন্দারা জানান, লকডাউনের জেরে বন্ধ কাজ। এই অবস্থায় তাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সরকারের তরফে যা রেশন দেওয়া হচ্ছে তাতে পরিবারের চাহিদা মিটছে না।
অন্যদিকে গ্রামের এক শিক্ষক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ফলে তার প্রভাব পড়েছে ছাত্রছাত্রীদের ওপর। এই গ্রামে ডিজিটাল ক্লাসের কোনো সুবিধা নেই। কিভাবে পঠন-পাঠন হবে তা নিয়ে চিন্তিত তারা।