রাজগঞ্জ, ২৫ মেঃ সরকারি নির্দেশিকা মেনেই ঈদ পালিত হল রাজগঞ্জে। মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ঈদ অন্যতম। একমাস রোজা পালনের পর একটি বিশেষ দিনে ঈদ পালিত হয়।
এই বিশেষ দিনটিতে হাজার হাজার মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়েন। কিন্তু এবছর করোনার জন্য সরকারি তরফে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জামা মসজিদে ৭ জনের বেশি জমায়েত নয়, বাড়িতে সামাজিক দূরত্ব মেনে নামাজ পড়ার আহ্বান করা হয়। এদিন সরকারি নির্দেশিকা মেনেই রাজগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের নামাজ পড়তে দেখা যায়।
মান্তাদারি জামা মসজিদের পক্ষে সলেমান হক বলেন, ঈদ মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে একটি বড় ধর্মীয় উৎসব। প্রতিবছর এই দিনটিতে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে নামাজ পড়েন। ঈদগাহ প্রাঙ্গণে মেলা বসে। শিশুরা ওই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। কিন্তু এবছর করোনার জন্য উৎসবে ভাটা পড়েছে। এবছর বৃহত্তর স্বার্থে এবং সরকারি নির্দেশ মেনেই ঈদ উৎসব পালন করা হয়েছে।