শিলিগুড়ি, ৩০ এপ্রিল: দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হলো শিলিগুড়ির ইসকন মন্দিরে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে ইসকন মন্দির প্রাঙ্গণে এলইডি স্ক্রিনে মন্দির প্রতিষ্ঠার সম্প্রচারের আয়োজন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকার সহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, এই মন্দির রাজ্যের ধর্মীয় ও পর্যটন মানচিত্রে এক নতুন দিক উন্মোচন করবে এবং তিনি নিজেও আগামী দিনে দীঘার জগন্নাথ মন্দির দর্শনের ইচ্ছা প্রকাশ করেন।