শিলিগুড়ি,২০ মেঃ লকডাউন পরিস্থিতিতে ত্রাণ বিলি করে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত শিলিগুড়ি ২১ নং ওয়ার্ডের বিজেপির যুব নেতা রাজীব চন্দ্র।বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা কংগ্রেস কর্মী।
আক্রান্ত বিজেপির যুব নেতা রাজীব বলেন, গতকাল রাতে তিনি ত্রান বিলি করে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন।সেই সময় পাড়ার মোড়ে কয়েকজন তার পথ আটকায় এবং তাকে মারধর করে।পরবর্তীতে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।পরে তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় তার সহকর্মীরা।
এদিকে বিষয়টি জানার পর শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছান বিজেপির জেলা নেতৃত্বরা।এই বিষয়ে শিলিগুড়ি থানায় অভিযোগও দায়ের করা হয়।
অন্যদিকে এই বিষয়ে ২১ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর স্বপ্না দত্ত বলেন, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।দলকে বদনাম করার জন্য চক্রান্ত করছে বিজেপি।