রাজগঞ্জ, ২৮ অক্টোবরঃ রাজগঞ্জের বিহারুহাটে একটি কারখানার ভেতর থেকে উদ্ধার এক শ্রমিকের ঝুলন্ত দেহ।মৃত শ্রমিকের নাম সঞ্জয় গোপ।বাড়ি বাঁকুড়া জেলায়।
জানা গিয়েছে, সন্ন্যাসীকাটার বিহারুহাট এলাকায় পোল্ট্রির ডিম থেকে বাচ্চা তৈরি করার একটি হ্যাচারি রয়েছে। প্রায় ৬০ জন শ্রমিক সেখানে কাজ করেন। গতকাল রাত ৮ টা নাগাদ ওই কারখানার ভেতর থেকে ওই শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমান।
স্থানীয়দের অভিযোগ, কারখানার লেবার ইনচার্জ শ্রমিকদের উপর জুলুমবাজি চালায়। ওই শ্রমিকের মৃত্যুর ঘটনায় লেবার ইনচার্জ দায়ী বলে তাদের সন্দেহ। তাই গোটা ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করার তারা দাবি তোলেন।
ওই কারখানার অ্যাকাউন্টেন্ট প্রিয়জিত রায় বলেন, গতকাল সঞ্জয় নামে ওই শ্রমিকের নাইট শিফটে কাজ ছিল। তাই দিনের বেলায় সে কারখানার ঘরেই ঘুমিয়ে ছিল। রাত ৮ টায় ডিউটির সময় অন্য শ্রমিকরা সঞ্জয়কে ডাকতে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায়।
রাজগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, বিহারুহাটের হ্যাচারি থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। লেবার ইনচার্জ শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করতো বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তাই তাকে আটক করা হয়েছে। মৃতের পরিবার লিখিত অভিযোগ করলে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হবে।