খড়িবাড়ি, ৯ ডিসেম্বরঃ ঘরের শৌচাগারের সাব ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে মাদক।খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ।
পানিট্যাঙ্কির গন্ডোগোলজোত এলাকায় অভিযান চালিয়ে ওই মহিলার বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের ভেতর থেকে ৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।ধৃত মহিলার নাম সাদিকা খাতুন।মহিলাকে NDPS মামলায় গ্ৰেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। আজ ধৃত মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
