শিলিগুড়ি, ২ মে:অভাব অনটনকে হার মানিয়ে মাধ্যমিকে নজরকাড়া নম্বর পেয়ে তাক লাগালো শিলিগুড়ির রবীন্দ্রনগরের অনিক দত্ত।৬৩৬ নম্বর পেয়েছে অনিক।
অনিকের বাবা সঞ্জিত দত্ত একটি ছোট চিমনির দোকানে কাজ করেন।বরদাকান্ত বিদ্যালয়ের ছাত্র অনিক জানায়, আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া। সেই স্বপ্ন পূরণ করে বাবার পাশে দাঁড়াতে চাই।
স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার বলেন, অনিক অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। সে পড়াশোনার প্রতি খুবই মনোযোগী ছিল। আমরা গর্বিত যে সে আমাদের বিদ্যালয়ের ছাত্র। অনিকের ভবিষ্যতের পথচলায় আমরা তার পাশে থাকব।অনিকের এই সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকারা, এবং এলাকাবাসীরা।