রাজগঞ্জ, ৪ জানুয়ারিঃ সরকারি জমি উদ্ধারে অভিযানে নামলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বৃহস্পতিবার ধারাগছ এলাকায় গিয়ে জমি দখল করে রাখা খুঁটি উপড়ে ফেলেন এবং জমিতে থাকা একটি ঘর ভেঙে দেন তিনি।
জানা গিয়েছে, মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ধারাগছ এলাকায় করতোয়া নদীর পাশে বেশ কয়েক বিঘা সরকারি খাস জমি সহ নদীর পাড় দখল করে রেখেছে জমি মাফিয়ারা। কংক্রিটের খুঁটি দিয়ে সীমানা তৈরির পাশাপাশি একটি টিনের ঘর তৈরি করে রাখা হয়েছে।আজ সেখানে হানা দেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তার এই অভিযানের খবর পেয়ে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ। বিডিও নিজে হাতে খুঁটিগুলি উপড়ে ফেলে দেন এবং নিজে দাঁড়িয়ে থেকে আর্থ মুভারের সাহায্যে ঘরটি ভেঙে ফেলেন।
বিডিও প্রশান্ত বর্মন বলেন, ওই জমি দখলের অভিযোগ আমার কাছে এসেছে। সে কারণেই আজ অভিযানে নামি। প্রায় ৩০-৩৫ বিঘা জমি কে বা কারা দখলের চেষ্টা করেছিল। তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশকে বলেছি এব্যাপারে তদন্ত করতে। যারা এই জমি দখলের ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্লকের যেখান থেকেই সরকারি সম্পত্তি দখলের অভিযোগ আসবে, সেখানেই অভিযান চালানো হবে।