বাগডোগরা,২৫ ডিসেম্বরঃ গত ৪ঠা অক্টোবর বালাসনের ভয়াল থাবায় বিধ্বস্ত হয়েছিল বাগডোগরার এমএম তরাই পিকনিক স্পট। সেই পিকনিক স্পটকে নতুন করে সাজিয়ে তুলতেই বড়দিনে ভিড় পিকনিক পার্টির।
এদিন সকাল থেকেই সেখানে পিকনিকের আমেজে মেতেছে মানুষজন । কেউ চোপড়া, কেউ শিলিগুড়ি আবার কেউ খড়িবাড়ি থেকে এসেছে।
অন্যদিকে পিকনিক স্পটে নজরদারিতে রয়েছে বাগডোগরা পুলিশ ও বনদফতরের কর্মীরা।
