২০ শতাংশ বোনাসের দাবিতে রাজগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের

রাজগঞ্জ, ১১ অক্টোবরঃ ২০ শতাংশ বোনাসের দাবিতে রাজগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো চা বাগানের শ্রমিকেরা। মঙ্গলবার আমবাড়ি-বেলাকোবা রাজ্য সড়কের বাগডোগরা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয়  চেউলিবাড়ি চা বাগানের শ্রমিকরা।


সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে প্রায় ৫০০ শ্রমিক অবরোধে অংশগ্রহন করেন। শ্রমিকদের দাবি, গত বছর ২০ শতাংশ বোনাস দিয়েছেন চা বাগান কর্তৃপক্ষ। তাই এবারও একই বোনাসের দাবিতে অনেক দিন থেকে আন্দোলন করা হচ্ছে। কিন্তু মালিকপক্ষ ১৯ শতাংশ বোনাস দিতে চায়। কিন্তু চা শ্রমিকেরা ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড়। তাদের দাবি না মানা হলে অবরোধ চলতেই থাকবে বলে হুমকি দেন শ্রমিকেরা।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।


One thought on “২০ শতাংশ বোনাসের দাবিতে রাজগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş