ধমক দিচ্ছেন গৌতম দেব! ভিডিয়ো ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনা

শিলিগুড়ি,৮ এপ্রিলঃ ভোটপ্রচারে গিয়ে এক ব্যক্তিকে ধমক দিচ্ছেন বিদায়ী মন্ত্রী গৌতম দেব। সেই ভিডিও সামনে আসতেই সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব।ওই ভিডিওতে গৌতম দেবকে বলতে শোনা যায়,  “আমাদের বিরোধীতা করলে এখান থেকে উচ্ছেদ করে দেবো।আমি গৌতম দেব।যা বলি তাই করি”।ওই ব্যক্তি নিজেকে সন্ন্যাসী পরিচয় দেওয়ায় গৌতম দেব আবার বলেন, “সন্ন্যাসী বুঝি না।আমি নিজেও সন্ন্যাসী।সন্ন্যাসী দেখাবেন না”।


এই ভিডিও সামনে আসার পর গৌতম দেব জানান, পুরো ভিডিওটি দেখানো হয়নি।সেখানে বড় জায়গা দখল করে আশ্রম চালানো হচ্ছে।ওটা কোনও আশ্রম নয়।আরএসএস বিজেপির মিটিং হয়। সরকারি জায়গায় এটা হতে পারেনা।সেটাই বলেছি।

এদিকে সুধাকৃষ্ণ দাস গোস্বামী মহারাজ নামে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে পৌঁছান ওই বিধানসভার বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি।তিনি বলেন, হতাশা থেকেই এমন করছেন গৌতম দেব।আমরা নির্বাচন কমিশনকেও বিষয়টি জানাবো।একজন মন্ত্রী কীভাবে এমন বলতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişmeritking