রাজগঞ্জ, ১ জুলাইঃ কয়েক দিনের বৃষ্টিতে জল-কাদায় ভরে গিয়েছে গ্রামের রাস্তা। ধানের চারা রোপন করে বিক্ষোভ গ্রামবাসীদের।
জানা গিয়েছে,রাজগঞ্জ কলেজের পার্শ্ববর্তী তোতাইগছ গ্রামের প্রায় কয়েকশোমিটার রাস্তা বেহাল অবস্থায় পরে রয়েছে।সোমবার সেই রাস্তায় ধানের চারা রোপন করে বিক্ষোভ সামিল হন গ্রামবাসীরা।দ্রত রাস্তা সংস্কারের দাবী তোলেন তারা।
এই বিষয়ে বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন থেকে বেহাল থাকার পর রাস্তার তৈরীর কাজ শুরু হয়েছিল।এরপর কোন কারণে হঠাৎই বন্ধ হয়ে যায় রাস্তা নির্মাণের কাজ।এদিকে কয়েকদিনের বৃষ্টিতে জল কাদায় ভরে গিয়েছে সেই রাস্তা।এরফলে স্কুল- কলেজের ছাত্র-ছাত্রীরা থেকে শুরু করে গ্রামের মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে।তাই আজ বাধ্য হয়ে ধানের চারা রোপন করে বিক্ষোভে সামিল হয়েছি আমরা।দ্রুত এই রাস্তা সংস্কার করার দাবী জানান তারা।
এই বিষয়ে সুখানি গ্রামপঞ্চায়েতের প্রধান পরিমল রায় ফোনে জানান, রাস্তার কাজটি শুরু হয়েছে।কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে অসুবিধা হতে পারে।আমি খোঁজ নিয়ে দেখবো। রাস্তার কাজটি যাতে দ্রুত করা হয় সেই ব্যবস্থা করা হবে।