রাজগঞ্জ, ২ জুলাইঃ অবৈধ মদ বিক্রেতার ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম দুই পুলিশ কর্মী।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে রাজগঞ্জের ভাঙ্গামালিতে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের ভাঙ্গামালিতে সদয় দে নামে এক ব্যক্তি বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি করেন।এদিন রাত সাড়ে ১০টা নাগাদ ভাঙ্গামালি পুলিশ ক্যাম্প থেকে তাপস রায় নামে এক পুলিশ ওই বাড়িতে যায়।সেই সময় মদ বিক্রেতা ধারাল অস্ত্র দিয়ে ওই পুলিশকে এলোপাথাড়ি কোপায়।তার চিৎকার শুনতে পেয়ে সুজিত বরুয়া নামে এক সিভিক ভলান্টিয়ার এগিয়ে আসলে তার উপর বল্লম ছুড়ে মারে ওই মদ বিক্রেতা।ওই পুলিশকর্মী কোনরকমে পালিয়ে চিৎকার করলে বাসিন্দারা এগিয়ে আসেন।এদিকে মদ বিক্রেতা ধারাল অস্ত্র ও বল্লম নিয়ে রাস্তায় বেরিয়ে তাণ্ডব শুরু করে।
সেইসময় ব্যাঙ্কে কর্মরত নিরাপত্তারক্ষী পুলিশ শুন্যে ৭ রাউন্ড গুলি চালায়।অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রাজগঞ্জ থানার পুলিশ।ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতাল এবং সিভিক ভলান্টিয়ারকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, সম্ভবত অভিযুক্তের সঙ্গে ওই পুলিশকর্মীর ব্যক্তিগত বিরোধ নিয়ে ঘটনাটি হয়েছে। তবে দুই পুলিশকর্মী চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।কিন্তু ঘটনার সময় পুলিশ কোনো গুলি চালায়নি বলে জানান তিনি।