নকশালবাড়ি, ১৩ সেপ্টেম্বরঃ স্ত্রী-কন্যাকে ধারালো অস্ত্রের কোপ দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী।রবিবার রাতে নৃশংস এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নকশালবাড়ির জাবরা ডিভিশন এলাকায়।
জানা গিয়েছে, রবিবার রাতে শ্বশুরবাড়িতে আসেন প্রদুম প্রজা।এরপর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও কন্যাকে কোপাতে থাকে।শেষে নিজের গলা কেটে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে।ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে শিশুটির মৃত্যু হয়েছে।অন্যদিকে স্ত্রী প্রিয়াঙ্কা প্রজা হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে খবর, স্ত্রী প্রিয়াঙ্কা ও প্রদুম দুজনে হোটেলে কাজ করত।স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে এই ঘটনা ঘটতে পারে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নকশালবাড়ি থানার পুলিশ।এই নিশংস ঘটনার পেছনে কি কারণ রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।অভিযুক্তের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।