শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ যুবতীকে ধর্ষণের অভিযোগে পলাতক অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসলো মহিলা থানার পুলিশ।ধৃতের নাম সুজিত সূত্রধর।
জানা গিয়েছে, গত নভেম্বর মাসে এক যুবতী মহিলা থানায় তাঁর প্রেমিক সুজিত সূত্রধরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।অভিযোগ, প্রেমের জালে ফাঁসিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে যুবক।এরপরই যুবতী গর্ভবতী হয়ে পড়ে।এই অভিযোগ পেয়েই তদন্তে নামে শিলিগুড়ির মহিলা থানার পুলিশ।এদিকে পুলিশে অভিযোগ দায়ের হতেই পালিয়ে যায় অভিযুক্ত।
শুরু হয় অভিযুক্তের খোঁজ।এরমধ্যেই পুলিশ জানতে পারে যে অভিযুক্ত দিল্লিতে লুকিয়ে রয়েছে।তাকে ধরতে দিল্লি রওনা দেন পুলিশ।সেখানে সুজিত সূত্রধরকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে শিলিগুড়িতে পৌঁছেছে।মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
